Archive for the ‘জগাখিচুড়ী’ Category

লিখেছেন: নাজিম উদ্দিন

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে স্তন এবং ওড়না নিয়ে বিতর্কে যে প্রশ্নটা করা দরকার সেটা হলো, কেন ছেলেরা শিশুদের দুধপান করায় না? বাবা-মা দু’জনে সন্তানকে দুধ পান করালে আধুনিক ব্যস্ততার যুগে অনেক সুবিধার হতো। পুরুষের শরীরে স্তনের দুগ্ধ উৎপাদনের সম্ভাবনা এবং সামর্থ্য আছে। সন্তান ধারণের ক্ষেত্রে পুরুষের সীমাবদ্ধতা আছে, কিন্তু বাচ্চাকে দুধ না দেয়ার ক্ষেত্রে সেটা বলা যাবে না। অনেক পুরুষ স্তন্যপায়ী প্রাণি এবং কিছু মানুষেরও হরমোনের প্রভাবে স্তন থেকে দুধ বের হয়। গৃহপালিত পুরুষ ছাগলের মধ্যে স্বতস্ফূর্ত দুধ দেয়ার কথা অনেক দিন ধরেই জানা। এমনকি হরমোন চিকিৎসা ছাড়াও কিছু পুরুষ মানুষের স্তন বড় হওয়া এবং দুধ উৎপাদনের উদাহরণ আছে। অনেক দিনের ক্ষুধার্ত পুরুষ মানুষ হঠাত খাবার খেলেও তাদের বুকে দুধ তৈরি হয়। ২য় বিশ্বযুদ্ধে এবং আমেরিকায় জাপানী যুদ্ধবন্দীদের মাঝে এমন হাজার হাজার ঘটনা দেখা গেছে। এর ব্যাখ্যা হলোঃ দীর্ঘকাল ক্ষুধার্ত থাকলে হরমোনের গ্রন্থিগুলো বন্ধ থাকে সাথে লিভারও বন্ধ থাকে যেটা ঐ হরমোনগুলোকে ধ্বংস করে। খাবার পাবার পর হরমোন গ্রন্থিগুলো লিভারের তুলনায় অনেক দ্রুত আগের অবস্থায় ফিরে আসে ফলে শরীরে হরমোনের পরিমান বেড়ে যায়। বাইবেলের ওল্ড টেস্টামেন্টেও এর প্রমান আছে,

Job remarked of a well-fed man that “His breasts are full of milk.”

(chapter 21, verse 24)

 

তাই প্রশ্ন হলো, পুরুষের শরীরে দুধ উৎপাদনের সক্ষমতা থাকার পরেও কেন পুরুষকে দুধ পান করাতে হয় না? এ প্রশ্নের উত্তরের মাঝে আমাদের যৌন বিবর্তনের সবগুলো কারণ লুকায়িতঃ জৈব-বিবর্তনে পুরুষ এবং নারীর প্রতিদ্বন্দ্বীতা, সন্তান পালনে পিতৃত্ব আর মাতৃত্বের দ্বন্দ্ব, বংশবৃদ্ধির কাজে দুটি লিঙ্গের বিনিয়োগের পরিমান, বংশগতির উত্তরাধিকার নিয়ে প্রজাতির অঙ্গীকার, ইত্যাদি। এসব বিষয়ে বোঝাপড়া হয়েই প্রজাতি হিসেবে আজকে আমাদের এ অবস্থান। তারপরেও মাতৃস্তন্য পানের কারণে সন্তান আর মায়ের মাঝে যে বন্ধন তৈরি হয় তাতে অনেক পুরুষ ঈর্ষান্বিত হয়ে থাকে এবং সন্তান প্রতিপালন ও বড় হওয়ার পেছনে তার ক্ষুদ্র ভূমিকার কারণে নিজেকে বিচ্ছিন্ন ভাবে।

 

এবার দ্বিতীয় প্রসঙ্গঃ স্তনের কাজ শুধু সন্তানকে দুধ দেয়া নয়, এমনকি সন্তান না থাকলেও দুধ উৎপাদন হতে পারে, স্তন প্রাপ্তবয়স্কতার চিহ্ন। মেয়েদের স্তনকে বিজ্ঞানীরা বলে থাকেন,

“deceptive specific signal of high milk-producing ability”

এটা প্রতারণামূলক কারণ স্তনের চর্বি থেকে দুধ উৎপাদন হয় না। দুধ উৎপাদন হয় স্তনের গ্রন্থিকলা থেকে। তারপরেও পুরুষের স্তনের প্রতি আসক্তির কারণে দুনিয়ার সর্বত্র মেয়েদের বুকে অতিরিক্ত চর্বি জমাতে দেখা যায়। যার কারণে আধুনিক সমাজে ‘breast enhancement’ এর মত ভুয়া সিগনালের দৌরাত্ম্য। স্তন নিয়ে মানুষের ঘোরের কারণে আমাদের জ্ঞাতি প্রজাতি গরিলা, শিম্পাঞ্জী অনেক বড় শরীরের হলেও তাদের স্তনের আকার মানুষের চেয়ে অনেক ছোট।

 

একটা মজার ঘটনা দিয়ে শেষ করি। স্ত্রীর স্তনের আকার নিয়ে এক ভদ্রলোকের আক্ষেপের শেষ ছিল না। একদিন ভদ্রলোক লক্ষ্য করলেন তার নিজের স্তন বড় হওয়া শুরু করেছে। পরে জানা গেলে ভদ্রলোকের স্ত্রী তার স্তনে এস্ট্রোজেন হরমোন মাখা শুরু করেছে।স্তন বড় করার প্রতি ভদ্রমহিলার তেমন আগ্রহ ছিল না, তারপরেও স্বামীকে খুশি করতে হরমোন মাখা শুরু করে। অপরদিকে ভদ্রলোকের যেহেতু প্রবল আগ্রহ তাই তার স্তন বড় হতে থাকে। 🙂

তথ্যসূত্রঃ Why Is Sex Fun?: The Evolution of Human Sexuality -Jared Diamond

It feels like the first computer came ages ago, and you can almost say it did when you take a look at these vintage ads for Virginia Tech computers. They sure were useful and interesting back then, but now they are just funny to look at. The most fun part is that they have put so much effort in selling these computers; they have even used sex and nudity to sell better.

Today a computer ad is just about the price and the design, and if you are into specifications you can also read that in a little writing next to the picture of the computer or laptop. It is scary to think about the fact that someday we will look back at today’s ads, maybe not computer ads, and laugh, but that is just how it goes. More fun vintage ads are these shocking sexism ads from the mid-20 century.

undefined

undefined

undefined

undefined

undefined

undefined

undefined

undefined

undefined

undefined

undefined

undefined


undefined

আল-কোরআন নিয়ে আল-হরতালে নামার আহ্বান আমিনীর

Sat, Mar 12th, 2011 6:54 pm BdST

ইতালি, মার্চ ১২ (প্রবাহনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শুক্রবারের ভূমিকম্পে পৃথিবীর অক্ষরেখা প্রায় ১০ ইঞ্চি সরে গেছে। জাপানের উপকূলীয় অঞ্চল সরেছে প্রায় আট ফুট।

শুক্রবার জাপানে স্থানীয় সময় পৌনে ৩টায় রিখটার স্কেলে আট দশমিক নয় মাত্রার ভূমিকম্প হয়।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি শনিবার জানায়, ভূমিকম্পে পৃথিবীর অক্ষরেখা প্রায় ১০ ইঞ্চি সরেছে।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ বিভাগ জানায়, ওই ভূমিকম্পের কারণে জাপানের উপকূলীয় অঞ্চল প্রায় আট ফুট সরে গেছে।

পৃথিবীর অক্ষরেখা সরে যাওয়ায় কয়েক শতক পর একদিনের দৈর্ঘ্য এক সেকেন্ড কমতে পারে বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব টরন্টোর ভূতত্ত্ববিদ্যার অধ্যাপক অ্যান্ড্রু মিয়াল।

দিনের দৈর্ঘ্যে খুব সামান্যই প্রভাব ফেলবে এটা। আর পৃথিবীর অক্ষরেখা যতখানি সরলে ঋতুচক্রে প্রভাব পড়তে পারে এ পরিবর্তন তেমন নয়।”

পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু সংযোগকারী কল্পিত সরলরেখাটিকে বলা হয় পৃথিবীর অক্ষরেখা।

এদিকে ঢাকায় ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, পৃথিবীর অক্ষরেখা লই চুদুরবুদুর ছইলত ন। অক্ষরেখার ১০ ইঞ্চি ফিরিয়ে দিতে তিনি এয়াহুদি-নাছারা বিজ্ঞানীদের প্রতি কঠিন হুঁশিয়ারি জারি করেছেন। আমিনী বলেন, আল্লাহর তৈরি পৃথিবীর অক্ষরেখা ১০ ইঞ্চি সরানোর কোনো অধিকার এয়াহুদি-নাছারা বিজ্ঞানীদের নাই।

গত শনিবার ইসলামী আইন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘পৃথিবীর অক্ষরেখা: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় মুফতি আমিনী এ কথা বলেন।

মুফতি আমিনী বলেন, অক্ষরেখা ১০ ইঞ্চি সরিয়ে এয়াহুদি-নাছারা বিজ্ঞানীরা নামাজের ওয়াক্ত পাল্টে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত। তারা পৃথিবীতে মুসলমানের ধর্মপালনের বিরুদ্ধে চক্রান্তে জড়িত। অবিলম্বে পৃথিবীর অক্ষরেখার ১০ ইঞ্চি ফিরিয়ে দেয়া না হলে প্রয়োজনে লাখ লাখ আলেম রাস্তায় নামবে।

undefined

ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান এবং ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ফজলুল হক আমিনী বলেছেন, নারীনীতি বাতিল করা না হলে দেশ অচল করে দেওয়ার মতো কর্মসূচি ঘোষণা করা হবে। আর এই কাজে সময় লাগবে মাত্র এক ঘন্টা।

গত শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ইসলামী আইন বাস্তবায়ন কমিটির এক সমাবেশে তিনি এসব কথা বলেন। আমিনী বলেন, ‘দেশে ২০ হাজার মাদ্রাসা রয়েছে। ডাকলেই তারা সাড়া দেবে। আমরা এক ঘণ্টার নোটিশে দেশ অচল করে দিতে পারি। যদি এক ঘন্টার বেশি এক মিনিটও লাগে, উলংগ হব।’

সমাবেশে আমিনী হুমকি দিয়ে বলেন, তাঁর ছেলের পুটু কেউ মারলে পাল্টা পুটু অভিযান চালানো হবে। এসব কাজে তাঁর নিয়ন্ত্রনাধীন মাদ্রাসার মোদাররেছগন অতিশয় পটু। তিনি বলেন, তাঁর পরিবারের সবার পুটু ধ্বংস করে দেওয়া হলেও ইসলামী আইন বাস্তবায়নের আন্দোলন থেকে তাঁরা পিছু হটবেন না।

পয়লা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপনের উল্লেখ করে আমিনী বলেন, ‘আমরা এ ধরনের অনুষ্ঠানের বিরোধী নই। তবে এ দিনে আমরা ইসলামবিরোধী কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছি। লোকজন সেখানে হাসে, নাচে, গান গায়। আস্তাগফিরুল্লাহ। এইরকম চলতে থাকলে দেশের চাক্কা পাংচার করে অচল করে দিব।’

বিধর্মী বেব পুনম পান্ডে নগ্ন হবেন বলে কথা দিয়ে কথা রেখেছেন, কিন্তু মুমিন মাওলানা মুফতি আমিনী কেন বিবস্ত্র হওয়ার ওয়াদা করে ভুলে যাচ্ছেন যে তা নিভানা পড়েগা? প্রবাহের এমন প্রশ্নের জবাবে আমিনী উত্তেজিত হয়ে বলেন, পর্দা নাহি যব কোই খুদা ছে বান্দে ছে পর্দা করনা কেয়া যব পেয়ার কিয়া তো ডরনা কেয়া। মসস।